Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মঈন আলীর তাণ্ডবে ইংল্যান্ডের রেকর্ড জয়

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৮, ২০২২, ১২:৫৭ পিএম


মঈন আলীর তাণ্ডবে ইংল্যান্ডের রেকর্ড জয়

সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন জনি বেয়ারস্টো। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকান মঈন আলী। হাসলো ডেভিড মালানের ব্যাটও।

তিন ব্যাটারের জাদুকরি সব ইনিংসে ইংল্যান্ড গড়লো টি-টোয়েন্টিতে নিজেদের দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। আর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের রেকর্ডগড়া ইনিংসের পর ৪১ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯৩ তুলতে পেরেছে প্রোটিয়ারা। এই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন অলরাউন্ডার মঈন আলী।

টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। ৫৩ বলে তিন চার আর আট ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো।

তবে এদিন ব্যাট হাতে বেশি বিধ্বংসী ছিলেন মঈন আলী। মাত্র ১৬ বলে অর্ধশত পূরণ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড এটি। আগে এই রেকর্ডটি ছিল লিয়াম লিভিংস্টোনের দখলে।

মঈন শেষ পর্যন্ত ১৮ বলে ৫২ রান করে থামেন। তার এই ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও দুটি চার, স্ট্রাইকরেট ২৮৮.৮৯। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।


আমারসংবাদ/টিএইচ

Link copied!