Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি কাল

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৯, ২০২২, ১১:৩৩ এএম


বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি কাল

আগামীকাল (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নতুন এক বাংলাদেশ দল মাঠে নামবে। দীর্ঘ বছর পর পঞ্চ পান্ডবের কোনো খেলোয়াড় ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথমবারের মত ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে মাঠে নামবে টিম টাইগার্স।

হারারেতে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচটি। বাকি দুটি ম্যাচ ৩১ জুলাই এবং ২ আগস্ট অনুষ্ঠিত হবে। এ জন্য জিম্বাবুয় ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

দলে নেই দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির একজন। আরেক প্যাকার ভিক্টর নাউচি দলে জায়গা পেয়েছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন টেন্ডাই চাতারা ও মুজারাবানি। তাই দুজনকেই দলের বাইরে রাখা হয়েছে।

দুজনের অনুপস্থিতিতে দলে যুক্ত করা হয়েছে অল-রাউন্ডার টনি মুনিওঙ্গো ও তানাকা চিভাঙ্গাকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট খেলবে দল।

১৫ সদস্যের বাংরাদেশ দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ইনসেন্ট কাইয়া, ওয়েজলে মাধবেরে, তাদিওয়ামশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গো, রিচার্ড নাগার্ভা, ভিক্টোর নায়ুচি, সিকান্দার রাজা, শুম্ভা মিল্টন ও সিন উইলিয়ামস।     ক্রিকইনফো


আমারসংবাদ/টিএইচ

Link copied!