Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩০, ২০২২, ০৫:২৮ পিএম


টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নতুন অধিনায়কের অধীনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে সফররত বাংলাদেশ।

হারারে ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ এরভিন। শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচ শুরু হয়।

হারারেতে আজ বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। এদিকে সিরিজ সামনে রেখে ক্রেইগ আরভিনের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও তেন্ডাই চাতারা।

টি-টোয়েন্টি বাংলাদেশের পারফরম্যান্স ভালো না হলেও জিম্বাবুয়ে বিপক্ষে সাফল্য ঈর্ষনীয়। এখন পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ১১ বার, আর বাকি ম্যাচগুলোতে শেষ হাসি হেসেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান(অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ের টি-২০ স্কোয়াড:

রায়ান বার্ল, রেজিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জ›গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!