Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচ আজ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ১০:৫১ এএম


বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচ আজ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার (৩১ জুলাই) একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছে টাইগাররা। ফলে ১৭ রানের এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে হারায় আজ জয়ের বিকল্প নেই টাইগারদের। আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সোহানের কণ্ঠে। গতকাল হারের পর তিনি বলেছিলেন, ‘আশা করি, পরের ম্যাচে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। ’


আমারসংবাদ/টিএইচ

Link copied!