Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

হঠাৎ মাঠ ছাড়লেন রোনালদো!

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আগস্ট ১, ২০২২, ০৪:৩৯ পিএম


হঠাৎ মাঠ ছাড়লেন রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদো যা করেন সেটাই বড় খবর! ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা না ফেরার গুঞ্জনের অবসান ঘটানোর দিনে অদ্ভুত আরেক কাণ্ড ঘটিয়ে শিরোনাম হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে নেমে প্রথমার্ধে খেলার পর হঠাৎই স্টেডিয়াম ছেড়েছেন।

ম্যাচটির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট বার্তা দিয়ে রোনালদো লিখেছেন, ‘রোববার রাজা খেলতে নামছে’। নিজের কথা মতো ঠিকই স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামেন সিআর সেভেন। কিন্তু ম্যাচের ৪৫ মিনিটেই গোল না পাওয়ায় তাঁকে মাঠ থেকে তুলে নেন দলটির কোচ টেন হাগ।

টেন হাগের এই সিদ্ধান্ত মনে হয় মানতে পারেননি রোনালদো। তাই ওই সময়েই ওল্ড ট্রাফোর্ড থেকে বের হয়ে যান সিআর সেভেন। তাতে রোনালদোর দলবদলের খবর আবার মাথাচাড়া দিয়েছে। মূলত নতুন কোচ টেন হাগের সঙ্গেই সিদ্ধান্তে মিলছে না রোনালদোর। তাই ক্লাবটি ছাড়তে মুখিয়ে আছেন পর্তুগিজ তারকা।

যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কিংবা দলবদলের জন্য পছন্দের গন্তব্যও খুঁজে পাননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তবুও ম্যাচ চলাকালীন তাঁর এভাবে বেরিয়ে যাওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে ভক্তদের মাঝে।

আমারসংবাদ/এসএম

Link copied!