আগস্ট ২, ২০২২, ০৪:৫০ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি ম্যাচেও টসে হেরে বোলিং করে বাংলাদেশ।
অধিনায়ক নুরুল হাসানের নেতৃত্বে প্রথম ম্যাচে ১৭ রানে হারলেও পরের ম্যাচে ৭ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পাওয়ায় শেষ ম্যাচে নুরুলকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন। ওপেনার মুনিম শাহারিয়ারের পরিবর্তে অভিষেক হচ্ছে ওপেনার ব্যাটার পারভেজ হোসেন ইমনের। টি-টোয়েন্টি দলে ৭৬তম খেলোয়াড় ইমনের মাথায় অভিষেক পরিয়ে দেন অভিজ্ঞ অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ ম্যাচের আগে সোহানের বদলে হুট করে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে একাদশে। শরিফুল ইসলামের বদলে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), পারভেজ হোসেন, লিটন দাস, এনামুল হক (উইকেটকিপার), নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা (উইকেট-রক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধভেরে, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জোওঙ্গে, জন মাশারা, ভিক্টোর নায়ুচি ও ব্র্যাড ইভানস।
এবি