Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

লিগ ওয়ান

রাতে মাঠে নামছেন মেসি-নেইমাররা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৬, ২০২২, ০১:৪০ পিএম


রাতে মাঠে নামছেন মেসি-নেইমাররা

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও জার্মানির বুন্দেসলিগা শুরু হয়ে গেছে। ফ্রেঞ্চ লিগ বাংলাদেশ সময় গত রাতেই শুরু হয়ে গেছে। প্রথম দিন ম্যাচ ছিল লিওঁ বনাম এসি অ্যাজাসিওর। তবে ফ্রেঞ্চ লিগে সবার নজর থাকবে পিএসজির দিকেই।

মেসি-নেইমার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বর্তমান চ্যাম্পিয়নদের আজকের প্রতিপক্ষ ক্লেরমন্ট। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি।

এ ম্যাচে লিওনেল মেসি ও নেইমার খেললেও পাওয়া যাবে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। পায়ের পেশির চোটের কারণে খেলতে পারবেন না এই ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী তারকা ঠিক কবে চোট পেয়েছেন তা জানানো হয়নি। ৭২ ঘণ্টার মধ্যে তার চোটের বিষয়ে পরবর্তী আপডেট দেয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে।

এমবাপ্পে ইনজুরিতে থাকলেও কিছুদিন আগেই ফ্রেঞ্চ সুপার কাপ জেতা পিএসজি রয়েছে বেশ ফুরফরে মেজাজেই। নঁতের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালের মতো আজকের ম্যাচেও আক্রমণভাবে মেসি-নেইমারের সঙ্গে দেখা যাবে পাওলো সারাবিয়াকে।

গত মৌসুমে মারিসিও পচেত্তিনোর অধীনে লিগ ওয়ান জিতেছিল পিএসজি। এবার নতুন কোচ গালতিয়ারের অধীনে খেলতে নামছেন মেসিরা।

পিএসজি স্কোয়াড: কেইলর নাভাস, আশরাফ হাকিমি, প্রেসনেল কিম্পেম্বে, সার্জিও রামোস, মার্কুইনহোস, মার্কো ভেরেত্তি, লিয়ান্দ্রো পারদেস, নেইমার জুনিয়র, জুয়ান বেরনেট, ডানিলো পেরেইরা, সার্জিও রিকো, ভিতিনহা, পাবলো সারাবিয়া, আবডু ডিয়াল্লো, নুনু মেন্ডেজ, নর্দি মুকিলে, আর্নাউড কালিমেন্দু, লিওনেল মেসি, ওয়ার্ন জাইরে এমিরে, হুগো ইকিটিকে ও জিয়ানলুইজি দোনারুম্মা।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!