Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ম্যাকয়ের লজ্জার রেকর্ড, ৪ ওভারে দিলেন ৬৬ রান

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৭, ২০২২, ১২:৩৪ পিএম


ম্যাকয়ের লজ্জার রেকর্ড, ৪ ওভারে দিলেন ৬৬ রান

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৬৬ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েছেন ম্যাকয়ের। এর আগের ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন ক্যারিবীয় পেসার ওবেড ম্যাকয়। ১৭ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন তিনি। 

ফ্লোরিডায় শনিবার (০৬ আগস্ট) রাতে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৫৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৩২ রানে।

টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ভারত। ঋষভ পন্থ ৪৪ ও অধিনায়ক রোহিত শর্মা ৩৩ রান করেন। সানজু স্যামসন ৩০ রানে অপরাজিত থাকেন। 

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। তবে দুই উইকেট নিলেও ওবেড ম্যাকয় ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই কোনো ক্যারিবীয় বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।

২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন উইন্ডিজ পেসার কেমো পল। কিছুদিন আগেই ১৭ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ডটি ভেঙেছিলেন ম্যাকয়। 

এবার সেই পলকেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলেন ম্যাকয়। ৪ ওভারে ৬৪ রান দিয়ে গতকাল পর্যন্ত এক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান দেওয়া ক্যারিবীয় বোলার ছিলেন পল। ৬৬ রান দিয়ে ম্যাকয় কাল ছাড়িয়ে গেলেন পলকেও।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!