Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১০, ২০২২, ০৫:১৫ পিএম


জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ওয়ানডের ৩৬ বছরের পথচলায় ৪০০তম ম্যাচ খেলছে বাংলাদেশ। পথটাকে তিনভাগে ভাগ করলে প্রায় দুই যুগ জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ। 

শেষ এক যুগ এই ফরম্যাটে টাইগারদের উন্নতির গল্প মুখে মুখে রটেছে। ওই গল্পে কালি লাগার শঙ্কা। ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জা এড়ানোর ম্যাচ তামিমের দলের সংগ্রহ ৯ উইকেটে ২৫৬ রান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

অধিনায়ক তামিম ইকবাল ৩০ বলে ১৯ রান করে রান আউটের শিকার হন। এরপর রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন ‘গোল্ডেন ডাক’, আর তিন বলে কোনো রান না করেই সাজঘরেই ফিরেছেন মুশি। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।

পাঁচে নেমে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদ উল্লাহ। ৭১ বলে ৭৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে সেই জুটি। 

এরপর পঞ্চম উইকেটে আফিফ-মাহমুদ উল্লাহ গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ১৭৩ রানে বিদায় নেন রিয়াদ। ৬৯ বলে মাত্র তিনটি চারের সাহায্যে ৩৯ রান করেন তিনি।

এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অনড় থাকেন আফিফ। ৮১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!