Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে ফিরলেন সাকিব

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৩, ২০২২, ১০:৪৩ এএম


যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে ফিরলেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে দেশে ফেরেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসতে নির্ধারিত সময়ের ২ দিন আগেই দেশে ফিরতে হলো তাকে।

জানা গেছে, শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের।

এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড। জানা গেছে দেশ সেরা এই অল-রাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ।

গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেট উইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টাল বেট উইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি।

কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ওই রাতেই চুক্তি বাতিল করার বিষয়টি বিসিবিকে লিখিত আকারে জানান সাকিব।

এবি

Link copied!