Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টি-টোয়েন্টির নেতৃত্ব

সাকিবের সঙ্গে আলোচনায় বসলেন পাপন

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৩, ২০২২, ০৪:১০ পিএম


সাকিবের সঙ্গে আলোচনায় বসলেন পাপন

যুক্তরাষ্ট্র থেকে রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে বিশ্রাম নিয়েছেন।  বিকেলে বসেছেন বৈঠকে। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকটি হচ্ছে পাপনের গুলশানের বাসভবনে।

সাকিব-পাপনের বৈঠকের ইস্যুটি গত দুইদিন ধরেই সংবাদমাধ্যমে আলোচিত খবর। তবে কখন, কোথায় হবে এই বৈঠক তা নিয়ে ছিল ধোঁয়াশা। 

অবশেষে জানা গেছে, শনিবার (১৩ আগস্ট) তিনটার পর গুলশানে বৈঠকে বসেছেন সাকিব আর পাপন। সেখানে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন।

আজকের বৈঠকের ইস্যুটি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ- এ নিয়ে হবে আলোচনা। 

তবে বোর্ড সূত্রের খবর, সাকিবকেই ফের টি-টোয়েন্টির নেতৃত্বের মসনদে বসানো হচ্ছে আসন্ন এশিয়া কাপ দিয়ে।

একই সঙ্গে এই বৈঠকে বোর্ডকে না জানিয়ে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতে বলা হবে সাকিবকে। তবে তা শুধুই আনুষ্ঠানিকতার ব্যাপার হবে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!