Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টসে জিতে বোলিংয়ে আফগানিস্তান

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৭, ২০২২, ০৮:৩৭ পিএম


টসে জিতে বোলিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই পর্দা উঠছে এশিয়া কাপ টি-টোয়েন্টি’র।

টস জিতে মোহাম্মদ নবী জানিয়েছেন, ‘টস জিতে আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম; যা চেয়েছি সেটাই পেয়েছি। এটা একদমই নতুন উইকেট। তাছাড়া দুবাইয়ে অনেক দিন পর খেলা হচ্ছে। আমাদের দলে প্রচুর অলরাউন্ডার আছে।’

অন্যদিকে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও চেয়েছিলেন আগে বোলিং করার। দলে এসেছে দুটি নতুন মুখ। দিলশান মাদুশঙ্কা ও মাথিশা পাথিরানার অভিষেক হবে এই ম্যাচ দিয়ে।

এর আগে দুই দলের একবারের দেখায় জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে দলটির বর্তমান অবস্থায় চমক দেখাতে পারে আফগানিস্তান।

শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট-রক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা প মাথিশা পাথিরানা।

আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী।

এবি

Link copied!