আগস্ট ২৯, ২০২২, ১২:২৯ এএম
১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হলেও রবীন্দ্র জাদেজা আর হার্দিক পান্ডিয়ার ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত।
ভারতের জন্য ম্যাচটি ছিল গত বিশ্বকাপের প্রতিশোধের। পাকিস্তানকে ১৪৭ রানে আটকে দেওয়ার পর সেটির অনেকটাই করে রেখেছিল তারা। তবে নাসিম শাহ, হারিস রউফদের গতিতে এক সময় চাপে পড়ে তারা। বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রানের ইনিংসের পর ভারতকে পথে রাখেন জাদেজা। তবে ভারতকে এগিয়ে নেওয়ার মূল কৃতিত্বটা পান্ডিয়ারই।
জাদেজা বোল্ড হওয়ার পর দীনেশ কার্তিক একটি সিঙ্গেল নিয়েছিলেন, তৃতীয় বল হয়েছিল ডট। তবে তাতে কিছু যায় আসেনি হার্দিক পান্ডিয়ার। মোহাম্মদ নেওয়াজের পরের বলটা টেনে ছয় মেরে ভারতের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি। দুবাইয়ে শেষ পর্যন্ত রাতটা তাই পান্ডিয়ারই।
মহারণে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডারেও ব্যর্থ পাকিস্তান। এক রিজওয়ান ছাড়া ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি কেউই। তাতেই নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতেই পাকিস্তান অলআউট হয় ১৪৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৪৮/৫ (১৯.৪ ওভারে)
আউট: ১/১ (লোকেশ রাহুল ০), ৫০/২ (রোহিত শর্মা ১২), ৫৩/৩ (বিরাট কোহলি ৩৫), ৮৯/৪ (সূর্যকুমার যাদব ১৮), ১৪১/৫ (রবীন্দ্র জাদেজা ৩৫) ।
পাকিস্তান: ১৪৭/১০ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং ও আউট: ১৫/১ (বাবর আজম ১০), ৪২/২ (ফখর জামান ১০), ৮৭/৩ (ইফতিখার আহমেদ ২৮), ৯৭/৪ (মোহাম্মদ রিজওয়ান ৪৩), ৯৮/৫ (খুশদীল শাহ ২), ১১২/৬ (আসিফ আলী ৭), ১১৪/৭ (মোহাম্মদ নাওয়াজ ১), ১২৮/৮ (শাদাব খান ১০), ১২৮/৯ (নাসিম শাহ ০), ১৪৭/১০ (শাহানাওয়াজ ধানি ১৬)।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি।
ইএফ