Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩০, ২০২২, ০৭:৪২ পিএম


টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই টস জিতলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 

শারজায় এ ম্যাচে মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। এ ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে টাইগাররা।

এবারের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের পাশাপাশি এই গ্রুপে টাইগাদের সঙ্গী পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সুপার ফোরে ওঠার ক্ষেত্রে আফগানদের বিপক্ষে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, এনামুক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এদিকে আজ শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের এই ‘সেঞ্চুরি’র দিনে বাংলাদেশ জয় পায় কি না, সেটাই দেখার বিষয়।

 

টিএইচ

Link copied!