Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো টাইগাররা!

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২, ২০২২, ১২:০৭ এএম


এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো টাইগাররা!

শেষ হাসি হাসল শ্রীলঙ্কা। শেষ ওভারে গিয়ে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল দাসুন শানাকার দল।  
বাঁচা-মরার এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ১৮৩ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য টপকাতে নেমে শেষ ওভারে রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিশ্চিত করে লঙ্কানরা।

ক্যাচ মিসের মহড়া আর বাজে ফিল্ডিংয়ের কারণে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবে বাংলাদেশের।

এশিয়া কাপে আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারে বাংলাদেশ। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান। এবার বাংলাদেশকে হারিয়ে এই গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠল লঙ্কানরা।  

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

 

ইএফ

Link copied!