Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

এশিয়া কাপ

সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি, ফের ভারত-পাকিস্তান মুখোমুখি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৪:৪৬ পিএম


সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি, ফের ভারত-পাকিস্তান মুখোমুখি

শুক্রবার পাকিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। ম্যাচটিতে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। 

নিশ্চিত হয়েছে এশিয়া কাপের সুপার ফোরের চার দল। এবার ফাইনালে ওঠার জন্য লড়াই করবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরের সেই লড়াইয়ের পূর্ণাঙ্গ সূচি থাকছে এ প্রতিবেদনে।

শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সুপার ফোর।

এই পর্বে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। দুই গ্রুপের মাঝে বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। তারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ- দুই দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। 

অন্যদিকে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং হংকংকে। এছাড়া বাংলাদেশকে হারিয়ে বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা আর হংকংকে হারিয়ে এ’ গ্রুপ থেকে পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে।  

এশিয়া কাপ সুপার ফোরের সূচি:

৩ সেপ্টেম্বর (শনিবার): আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (শারজা)।
৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান (দুবাই)।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): ভারত বনাম আফগানিস্তান (দুবাই)।
৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ভারত বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
৯ সেপ্টেম্বর (শুক্রবার): আফগানিস্তান বনাম পাকিস্তান (দুবাই)।

এশিয়া কাপের ফাইনাল:

১১ সেপ্টেম্বর (রবিবার): সুপার ফোর রাউন্ডের এক নম্বর দল বনাম সুপার ফোর রাউন্ডের দুই নম্বর দল (দুবাই)।

 

টিএইচ

Link copied!