Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

এশিয়া কাপ সুপার ফোরে

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৭:৪১ পিএম


টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোরের সুপার ম্যাচ আজ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে রোহিত শর্মার ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চলতি এশিয়া কাপে পরে ব্যাট করা দল সুবিধা পাচ্ছে।

পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা।

চোটের কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে এই অল-রাউন্ডারের। অন্যদিকে পাকিস্তান একাদশে নেই পেসার শাহনেওয়াজ দাহানি। দারুণ ফর্মে থাকা এই পেসার সাইড স্ট্রেইনের চোটের কারণেই ছিটকে গেছেন। 

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর মেডিক্যাল টিম সিদ্ধান্ত দেবে যে দাহানি এশিয়া কাপের বাকি ম্যাচে খেলতে পারবেন কিনা।

ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই তুমুল উত্তেজনা। দুই দলের সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও এই উত্তেজনায় গা ভাসান। 

এবারের এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এর আগে গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। 

এরপর দ্বিতীয় ম্যাচে ১৯৩ রান তুলে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। 

 

টিএইচ

Link copied!