Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ডু অর ডাই ম্যাচ আজ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৭, ২০২২, ১২:২৮ পিএম


পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ডু অর ডাই ম্যাচ আজ

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে আফগানিস্তান। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বড় জয়ের পর বাবর আজমের দল এখন দারুণ উজ্জীবিত। 

কিন্তু নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে হেরে বিপাকে পড়েছে আফগানরা। এই ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’। জিততেই হবে। ম্যাচটির গুরুত্ব পাকিস্তানের কাছেও কম নয়। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। বাবররা এ ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চাচ্ছেন।

পাকিস্তানের ভয় আফগান স্পিন-ত্রয়ী। এবারের এশিয়া কাপে স্পিনাররাই দেখাচ্ছেন দাপট। রশিদ খান, মুজিব-উর-রেহমান ও মোহাম্মদ নবী দারুণ ফর্মে রয়েছেন। ছন্দে রয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও। তবে এবারের আসরে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে ‘টস’। যে দলই পরে ব্যাটিং করছে তারাই জয় পাচ্ছে। তাই আজ টসের দিকে তাকিয়ে থাকবে দুই দলই।

প্রথম রাউন্ডে শ্রীলংকার বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও সুপার-ফোরের প্রথম ম্যাচে লংকানদের বিরুদ্ধে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গেছেন আফগানরা। তাই পাকিস্তানের বিরুদ্ধে এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামছেন নবীরা।

এবি

Link copied!