Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাবর আজমকে সরিয়ে শীর্ষে রিজওয়ান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৬:২২ পিএম


বাবর আজমকে সরিয়ে শীর্ষে রিজওয়ান

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিলেন সতীর্থ তারকা মোহাম্মদ রিজওয়ান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছলেন পাকিস্তানি ওপেনার। রিজওয়ানের বর্তমান রেটিং ক্যারিয়ারসেরা ৮১৫। এশিয়া কাপে তিন ম্যাচেই ব্যাট হাতে নৈপুন্য দেখান রিজওয়ান। ভারতের বিপক্ষে দুই ম্যাচে তার সংগ্রহ ৪৭ ও ৭১।

হংকংয়ের বিপক্ষে খেলেন ৫৭ বলে হার না মানা ৭৮ রানের ইনিংস। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন রিজওয়ান। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানের কৃতিত্ব দেখানো মাত্র তৃতীয় পাকিস্তানি ব্যাটার তিনি। এর আগে টানা ১১৫৫ দিন শীর্ষ স্থান দখলে রাখেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। আর ২০০৮ সালের ২০শে এপ্রিল থেকে ২০০৯-এর ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৩ দিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

এবারের এশিয়া কাপে তিন ম্যাচে সাকুল্যে ৩৩ রান সংগ্রহ বাবর আজমের। অন্যদিকে তিন ম্যাচে রিজওয়ানের সংগ্রহ ১৯২ রান।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৭৯৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তৃতীয় স্থানে প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করামের রেটিং ৭৯২।

এবি
 

Link copied!