Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টসে জিতে ফিল্ডিং নিল আফগানিস্তান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৮, ২০২২, ০৭:৪৭ পিএম


টসে জিতে ফিল্ডিং নিল আফগানিস্তান

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই মাঠে চলতি এশিয়া কাপে গত ম্যাচগুলোতে আগে রানা তাড়া করা দলের পক্ষেই যায় ফলাফল।

চলতি আসরে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারায়। তবে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার পর পাকিস্তানের কাছে হারলেও লড়াই করেছিল দারুণভাবে।

অন্যদিকে গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে সুপার ফোরে এসে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ফাইনালের আগে।

ভারত: কেএল রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), দীপক হুডা, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।

আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী।
 

Link copied!