সেপ্টেম্বর ৯, ২০২২, ০৪:৪৩ পিএম
চার ওভার বল করে মাত্র চার রান খরচ করে পাঁচটি উইকেট। সঙ্গে রয়েছে ২০টি ডট বল! টি-টোয়েন্টি ফরম্যাটে এ ধরনের বোলিং পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠতে পারে। আফগানিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার মাঠ ছাড়লেন ঠিক সেই পরিসংখ্যান নিয়েই।
পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভুবনেশ্বরের বোলিং সমালোচিত হয়েছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে নিজের ছন্দেই পাওয়া গেল ভারতের এই পেস বোলারকে। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নিয়ে বললেন, মনে হচ্ছে দিনটা আজ আমার ছিল। পাওয়ার প্লে-তে উইকেট পেয়েছি। খেয়াল করলে দেখবেন, সাদা বলে সে ভাবে সুইং পাওয়া যায়নি। তবে আজ অনেক সুইং করেছে। যেখানেই বল করছিলাম সেখানেই উইকেট পাচ্ছিলাম।
ভুবনেশ্বরের আরও বলেন, আগের দুটো ম্যাচের দিকে তাকান। পাকিস্তান বা শ্রীলঙ্কা, কোনও ম্যাচেই আমরা সুইং পাইনি। সাদা বলে এতটা সুইং পাওয়া সত্যিই বিশ্বাস করা যায় না।
এবি