Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৩:৫১ পিএম


সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দেয় সাবিনা-স্বপ্নারা। ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। প্রথমার্ধেই দুই গোল করেন সাবিনা। এতে করে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবিনা খাতুনের দল।

খেলার শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ। প্রতিপক্ষের সীমানায় ত্রাস ছড়ালেন সাবিনা খাতুন, মনিকা চাকমারা। শুরুতেই মিলল গোল, সময়ে সময়ে বাড়তে থাকল ব্যবধান। বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত মুন্সিয়ানায় বিধ্বস্ত হলো পাকিস্তান।

শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

পাকিস্তান ৮ বছর ধরে ফিফার নিষেধাজ্ঞায় ছিল। সাফের এই টুর্নামেন্ট দিয়েই পাকিস্তান নিষেধাজ্ঞা থেকে ফিরেছে। প্রথম ম্যাচে তারা ভারতের বিপক্ষে ৩ গোলে হেরেছিল। শনিবার (১০ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারল ৬ গোলে।

সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি দুই দল। প্রথম সাক্ষাতেই সাবিনা-স্বপ্নারা বুঝিয়ে দিয়েছেন দুই দেশের নারী ফুটবলের শক্তির পার্থক্য।

জয়ের ম্যাচে এদিন এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে সাবিনার ব্যাক পাস বক্সের ঠিক বাইরে থেকে মনিকা চাকমা চলন্ত বলে দুর্দান্ত প্লেসিংয়ে পরাস্ত করেন পাকিস্তানের গোলকিপার শাহিদ বুখারীকে। বাংলাদেশ ভাসে গোলের উল্লাসে।

দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে আরও ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল দিয়ে দেন সিরাত জাহান স্বপ্নার কাছে। স্বপ্না প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।

স্বপ্নার এই গোলের পর বাংলাদেশ আরও চেপে ধরে পাকিস্তানকে। মিনিট দুয়েক পরই আবারও গোলের আনন্দে ভাসে বাংলাদেশ। 

এবার মনিকা চাকমার পাস ধরে বক্সের ভেতরে দাঁড়িয়ে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আখির খাতুনের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা খাতুন।

 

টিএইচ

Link copied!