Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দিল শ্রীলংঙ্কা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৯:৫৩ পিএম


পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দিল শ্রীলংঙ্কা

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে  ১৭১ রানের টার্গেট দিয়েছে শ্রীলংঙ্কা।

এর আগে টসে জিতে শ্রীলংঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আমাদের আত্মবিশ্বাসের সর্বোচ্চ। এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচে আমাদের নতুন নতুন ম্যাচ সেরা খেলোয়াড় পেয়েছি। দলে ফিরেছেন শাদাব, নাসিম। উসমান ও হাসান খেলছে না।’

লঙ্কান অধিনায়কের চাওয়াও ছিল আগে বোলিং করা। টসে হেরে শানাকা বলেন, ‘আগে বোলিং করাটাই ভালো ছিল। তবে ফাইনাল হওয়ায় ব্যাটিং করতে পেরে খুশি। আমাদের ওপেনাররা দুর্দান্ত ফর্মে। মাধুশঙ্কা এবং মহেশ দুর্দান্ত খেলছে। বিশ্বকাপের জন্য ভালো ব্যাপার। আমরা একই দল নিয়ে নামছি।’

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থেকশান, দিলশান মদুশান।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

এবি

Link copied!