Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

২০২৫ পর্যন্ত বিসিসিআই সভাপতি থাকছেন সৌরভ গাঙ্গুলী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৬:০১ পিএম


২০২৫ পর্যন্ত বিসিসিআই সভাপতি থাকছেন সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট বোর্ডে আরও তিন বছর থাকছেন সৌরভ গাঙ্গুলী ও জয় শাহ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ প্রদান করে।

২০১৫ সালে পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থার দায়িত্ব নেন গাঙ্গুলী। ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবার সেই মেয়াদ আরও বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়।  

শুনানি শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় একজন কর্মকর্তা রাজ্য সংস্থায় ছয় বছর ও ক্রিকেট বোর্ডে ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন। অর্থাৎ ১২ বছর পর পদ ছাড়তে হবে তাকে। সেই অনুসারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন। একই মেয়াদে বোর্ড সচিব হিসেবে থাকতে পারবেন জয় শাহও।

২০১৯ সালের ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন সৌরভ।

এবি

Link copied!