Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছাদখোলা বাসেই শিরোপা উদযাপন করবেন সাবিনা-সানজিদারা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২০, ২০২২, ০৪:১২ পিএম


ছাদখোলা বাসেই শিরোপা উদযাপন করবেন সাবিনা-সানজিদারা

বাংলাদেশ এখন সাফের নতুন চ্যাম্পিয়ন। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সানজিদা-কৃষ্ণা রানীদের মাথায় উঠেছে প্রথমবারের মতো শিরোপার মুকুট। বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় অর্জন এটি। 

তাই তো চাওয়া পাওয়া থাকতেই পারে সাফের নতুন রানিদের। চাওয়া-পাওয়াটাও খুব বেশি কিছু নয় সানজিদাদের। দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম খেলোয়াড় জোড়া গোল পাওয়া কৃষ্ণা রানী অপেক্ষায় রয়েছেন ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের।

শিরাপাজয়ী এই মেয়েরা নেপাল থেকে দেশে ফিরবেন আগামীকাল। দেশে ফিরে ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন সাবিনা-সানজিদারা।

বিমানবন্দরে নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে বিআরটিসির একটি বাসের ছাদ খোলে প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। 

বসার আসনগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে। বাসের গায়েও লাগানো হবে স্টিকার।

ফাইনালের আগে ছাদখোলা বাসের কথা উল্লেখ ছিল ফুটবলার সানজিদা আকতারের ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে। তিনি লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। 

আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই। ’

নিজেদের সবটুকু উজার করে দিয়ে দেশকে একটি শিরোপা এনে দিয়েছেন সানজিদারা। ছাদখোলা বাসে সংবর্ধনা পাওয়াটা তাদেরই তো প্রাপ্য!

 

টিএইচ

Link copied!