Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আজ মাঠে নামছে ক্রিকেটের চার পরাশক্তি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২০, ২০২২, ০৫:১৯ পিএম


আজ মাঠে নামছে ক্রিকেটের চার পরাশক্তি

ক্রিকেটের চার পরাশক্তি আজ মাঠে নামছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মোহালিতে মুখোমুখী হবে টি-টোয়েন্টি সিরিজ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

অন্যদিকে করাচিতে বাংলাদেশ সময় রাত ৮ টায় পাকিস্তানের মুখোমুখী হবে আরেক পরাশক্তি ইংল্যান্ড।

ভারতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি এটি। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান রোহিত শর্মারা।

এদিকে সাতটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। পাকিস্তানি ব্যাটার শান মাসুদ আছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায়। 

ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সুযোগটা কাজে লাগাতে চান তিনি, ‘পাকিস্তানের হয়ে খেলার স্বপ্নটা সব সময়ই ছিল। যখনই আমি কোনো সুযোগ পাব, তখনই তা কাজে লাগানোর চেষ্টা করব। ’

 

টিএইচ

Link copied!