Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দেশের মাটিতে পা রেখেছেন জয়িতারা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২১, ২০২২, ০২:১৫ পিএম


দেশের মাটিতে পা রেখেছেন জয়িতারা

অপেক্ষার প্রহর ফুরোলো। দেশে পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। 

তাদের বরণ করতে সেখানে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া আছে বাফুফের একটি প্রতিনিধি দলও। এরপর সেখানেই রয়েছে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫  মিনিটে কাঠমুন্ডু থেকে দেশের উদ্দেশ্যে উড়াল দেয় সানজিদাদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটটি।

সাবিনা-সানজিদাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা। তাদের হাতে রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আনন্দ-উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন তারা।

 

টিএইচ

Link copied!