Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছাদখোলা বাসেই অসুস্থ ঋতুপর্ণা: মাথায় তিনটি সেলাই

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৬:৫৯ পিএম


ছাদখোলা বাসেই অসুস্থ ঋতুপর্ণা: মাথায় তিনটি সেলাই

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বিজয় উদযাপন করতে করতে বাফুফে ভবনে ফেরার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণা চাকমা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাদখোলা বাসে উচ্ছ্বসিত ঋতুপর্ণা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পান। এ অবস্থায় টিম বাস থেকে নামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

ঋতুপর্ণার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জল।

এর আগে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে ছাদখোলা বাসে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছে মেয়েরা।

এবি

 

Link copied!