Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

দুবাই এয়ারপোর্টে সংবর্ধনা পেলেন টাইগ্রেসরা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০২:৪১ পিএম


দুবাই এয়ারপোর্টে সংবর্ধনা পেলেন টাইগ্রেসরা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য উদযাপনের রীতি বেশ ভালোভাবেই চালু হয়েছে। সেই সংস্কৃতির ধারাবাহিকতায় এবার দুবাই বিমানবন্দরে সংবর্ধনা পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

সদ্যই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপা জিতেছেন নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা। সেজন্য দুবাইয়ের বিমানবন্দরে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।

এমন উষ্ণ সংবর্ধনা পেয়ে আনন্দিত টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেন, ‘মাঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে সবাই সমর্থন দিচ্ছে তাতে আমাদের দল ভালো অবস্থান তৈরি করবে। বাংলাদেশ বিমানের এমন অভ্যর্থনায় মুগ্ধ পুরো দল।’

টাইগ্রেসদের এগিয়ে চলা গর্বের জানিয়ে বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার বলেন, ‘নারীরা অনেকগুণ এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের। নারী ক্রিকেটারদের পাশে থাকতে পেরে গর্বিত বাংলাদেশ বিমানও।’ ইতোমধ্যে দেশে এসে পৌছেছেন নারী ক্রিকেট দল।

এবি

Link copied!