Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ক্রিকেটারদের অভিযোগে

নাফীস ইকবাল বাদ, বিশ্বকাপে নতুন ম্যানেজার

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৫৭ পিএম


নাফীস ইকবাল বাদ, বিশ্বকাপে নতুন ম্যানেজার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার পরিবর্তন করা হয়েছে। নাফীস ইকবালের জায়গায় নিউজিল্যান্ড সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম।

আরব আমিরাতে ম্যানেজার হিসেবে শেষ দায়িত্ব পালন করেন নাফীস। মূলত ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতেই ম্যানেজার পরিবর্তন করা হয়েছে বলে জানান বিসিবির একজন পরিচালক।

বিসিবিতে নাফীসের নিয়োগ বাংলাদেশ টাইগারের ম্যানেজার হিসেবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট পরিচালনা বিভাগের সাবেক ম্যানেজার সাব্বির খান চাকরি ছেড়ে দেয়ায় ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজার হিসেবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব দেয়া হয় নাফীসকে। সেই থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি।

যদিও ক্রিকেটারদের একাংশের অভিযোগ ছিল নাফীসের কাছ থেকে ভালো ব্যবহার পাননি তারা। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ক্রিকেটারদের কেউ কেউ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে অভিযোগও দিয়েছিলেন। 

বিষয়টি বিতর্কিত পর্যায়ে যাওয়ার আগেই ম্যানেজার পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বোর্ড। বিশ্বকাপ শেষে নতুন ম্যানেজার নিয়োগ দেয়া হতে পারে।

টিএইচ

Link copied!