Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নারী এশিয়া কাপ

সোমবার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২, ২০২২, ০৮:০৯ পিএম


সোমবার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে রেকর্ডে এগিয়ে পাকিস্তান। দুই দলের মুখোমুখি দেখায় শেষ ৫ বারই জিতেছে তারা। আর সবমিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচে ১ জয় বাংলাদেশের।সেটি ২০১৮ সালের এশিয়া কাপে। 

তবে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে বাংলাদেশের নারীরা। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপের জয়ও রয়েছে।

নারী এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে চ্যাম্পিয়নদের মতোই। থ্যাইল্যান্ডকে প্রথম ম্যাচে দাঁড়াতে দেয়নি স্বাগতিক দল। ৯ উইকেটের বড় জয়ের পর বেশ হালকা মেজাজেই আছেন জ্যোতি-সালমারা।

সোমবার (৩ অক্টোবর) তাদের সামনে পাকিস্তান। কতোটা সম্ভব কঠিন প্রতিপক্ষ পাকিস্তানকে হারানো? উত্তরে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে একদমই ভয় পাই না। আমার দৃঢ় বিশ্বাস সবাই সেরাটা দিলে পাকিস্তানকে হারানো সম্ভব, এবং সেটাই হবে।

সিলেটের আউটার স্টেডিয়ামে সোমবার (৩ অ সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে। এই স্টেডিয়াম আদতে স্পিনের স্বর্গরাজ্য। স্পিন জাদুতে পাকিস্তানকে কাবু করতে খুব একটা বেগ পাওয়ার কথা নয় বোলারদের।

সাম্প্রতিক সময়ে ফরম্যাটভেদে পাকিস্তানের বিপক্ষে এই ভালো খেলার অনুপ্রেরণাই এবার কাজে লাগাতে চান বাংলাদেশ দলের অধিনায়ক।

তবে পাক অধিনায়ক বিসমাহ মারুফ বলেছেন, স্বাগতিক হিসাবে বাংলাদেশ মাঠের সুবিধা, আবহাওয়া আর দর্শক সমর্থনে এগিয়ে থাকবে। আমাদের সব মোকাবিলা করেই জিততে হবে। 

বাংলাদেশকে ভালো দল আখ্যা দিয়ে তিনি বলেন, এখন আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ খুব ভালো দল। দুই দলের ম্যাচে আশা করি দারুণ কিছু হবে।

টিএইচ

Link copied!