Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দলের সঙ্গে যেদিন যোগ দেবেন সাকিব

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩, ২০২২, ০৮:৪৭ পিএম


দলের সঙ্গে যেদিন যোগ দেবেন সাকিব

আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে ক্যারিবিয়ান লিগ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন তিনি।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র এ তথ্য জানিয়েছে। এদিন টাইগারদের কোন প্রস্তুতি পর্ব নেই। শহরের আশেপাশে হেঁটেই দিনটি কাটাবে টাইগাররা।

বিসিবি জানিয়েছে, আগামীকাল (৪ অক্টোবর) বাংলাদেশ দল নিজেদের প্রথম প্রস্তুতি সেশন করবে।

এদিকে গত শুক্রবার রাতে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এটি টাইগারদের বিশ্বকাপ যাত্রা হলেও এর আগে নিউজিল্যান্ডে পৌঁছায় টাইগাররা, এখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। এরপর সোজা বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ায়।

এবি

Link copied!