Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট দিল নামিবিয়া

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ১৬, ২০২২, ১২:৪০ পিএম


শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট দিল নামিবিয়া

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছে তারা। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ১৬৪ রান।

রোববার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন পেসার দুষ্মন্থ চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।

পরের ওভারের একেবারে শেষ বলে ব্যাটার ডিভান লা কুক শানাকার হাতে ক্যাচ দেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ৫ম ওভারে চামিকা করুনারত্নের লফটি ইটনের উইকেট তুলে নেন।

যদিও উইকেটটি নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে। ১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে।

এরপর দলীয় ৭৬ রানের মাথায় অধিনায়ক ইরাসমাস ২০ রান করে সাজঘরের পথ ধরেন। জান ফ্রাঙ্কলিংক দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। ২৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৪ টি চারের মাধ্যমে।

দক্ষিণ আফ্রিকার বংশোভ্যুত ডেভিড উইজ কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন। তবে স্মিট ১৬ বলে সমান দুই চার ও ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার পক্ষে প্রমদ মধুশান ২টি উইকেট পান। এছাড়া মাহেশ থিকশানা, চামিরা, করুনারত্নে ও হাসারাঙ্গা নেন একটি করে উইকেট।

এবি

 

Link copied!