Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এশিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে নামিবিয়ার বিশ্বকাপ শুরু

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০১:৩৩ পিএম


এশিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে নামিবিয়ার বিশ্বকাপ শুরু

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করা শ্রীলঙ্কা পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল এশিয়া কাপের শিরোপা। 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও শুরুর ম্যাচে জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। ধারে ভারে অনেক পিছিয়ে থাকা নামিবিয়ার বিপক্ষে হেরেছে দাসুন শানাকার দল। 

রোববার (১৬ অক্টোবর) ভিক্টোরিয়ার জিলংয়ে ‘এ’ গ্রুপের লঙ্কানদের ৫৫ রানে হারিয়েছে গারহার্ড এরাসমাসের দল। নাবিমিয়ার দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৮ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে নামিবিয়া, লঙ্কানদের ছুঁড়ে দেয় ১৬৪ রানের টার্গেট।

১৭ ওভার শেষে নামিবিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ১১৬ রান। পরের তিন ওভারে ৪৭ রান তুলেছে তারা। ২০ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩-এ। 

শেষ দিকে ঝড় তুলেছেন জ্যান ফ্রাইলিক ও জে জে স্মিত। ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ফ্রাইলিক। আর স্মিত অপরাজিত থাকেন ১৬ বলে ৩১ রানে। স্টিফেন বার্ড করেছেন ২৪ বলে ২৬।

শ্রীলঙ্কার প্রমদ মধুশান দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মহেশ থিকসানা, দুশমান্তা চামিরা, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টিএইচ

Link copied!