Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৭, ২০২২, ০৩:১৫ পিএম


ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের দ্বিতীয় দিনে সোমবার (১৭ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রীতিমত নাকানি চুবানি খাইয়ে জিতলো স্কটিশরা, জয়টা হয়েছে ৪২ রানের বড় ব্যবধানে। উইন্ডিজের বিপক্ষে এটিই স্কটল্যান্ডের প্রথম জয়। 

এর আগে রোববার (১৬ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল নামিবিয়া।

ক্যারিবীয়দের সামনে লক্ষ্য ছিল ১৬১ রানের। কাইল মায়ার্স শুরুটা ভালোই করেছিলেন (১৩ বলে ২০)। এভিন লুইসও সেট হয়ে গিয়েছিলেন (১৩ বলে ১৪)। ১ উইকেটেই ৫৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সেখান থেকে স্কটিশ বোলারদের তোপে আর ২৬ রান তুলতে আরও ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। দলের এই বিপর্যয়ে একটা প্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করছিলেন জেসন হোল্ডার। তবে যোগ্য সঙ্গী পাচ্ছিলেন না তিনি।

ফলে হোল্ডারের ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার। 

১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে। স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।

এর আগে, টসে জিতে ফিল্ডিং নেয় উইন্ডিজ। জর্জ মানসির অর্ধশত রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। 

তিনে নামা ম্যাথিউ ক্রস ফিরেন মাত্র তিন রান করে। দ্বাদশ ওভারে দলীয় ৮৬ রানে ফেরেন অধিনায়ক রিচি বেরিংটনও (১৬)। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার মানসি। 

শেষ পর্যন্ত খেলে এই বাঁহাতি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৬ রানে। কোনো ছক্কা না থাকলেও মানসি হাঁকান ৯টি চার।

মানসিকে দারুণ সঙ্গ দেন কালাম ম্যাকলয়েড ও ক্রিস গ্রিভস। ম্যাকলয়েড ১৪ বলে ২৩ ও গ্রিভস ১১  বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।

টিএইচ

Link copied!