Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেদারল্যান্ডদরে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামিবিয়া

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২২, ১১:১১ এএম


নেদারল্যান্ডদরে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামিবিয়া

নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে নামিবিয়ানরা টস জিতে  প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির বিশ্বাস, স্কোরবোর্ডে ভালো একটা রান তুলতে পারলে সেটাকে রক্ষা করার মত বোলার তাদের হাতে আছে।

যে কারণে গেরহার্ড এরাসমাস টস জিতে ব্যাটিং নেয়ার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করেনি। তবে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসও চেয়েছিলেন, টস জিতলে তারাও প্রথমে ব্যাট করবেন।

একটি পরিবর্তন এনেছে ডাচরা। লোগান ফন বিকের পরিবর্তে তারা মাঠে নামিয়েছে টিম ফন ডার গুটেনকে। নামিবিয়া তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। শ্রীলঙ্কাকে হারানো একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।

প্রসঙ্গত, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছিলো নামিবিয়া এবং ১৬৩ রান করে শক্তিাশালী শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৫৫ রানের ব্যবধানে।

তবে, ডাচরাও নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল আরব আমিরাতকে হারিয়ে। শুধু তাই নয়, আরব আমিরাতের বিপক্ষে তাদের জয়টা এসেছিল পরে ব্যাট করে, ৩ উইকেটের ব্যবধানে।

এবি

Link copied!