ক্রীড়া ডেস্ক
অক্টোবর ১৯, ২০২২, ০৭:৩৩ পিএম
ক্রীড়া ডেস্ক
অক্টোবর ১৯, ২০২২, ০৭:৩৩ পিএম
কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কোটি টাকা জরিমানা করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
গত ১১ অক্টোবর জেমিডের অভিযোগের ভিত্তিতে শুনানি হয় বাফুফের বিরুদ্ধে। এরপরই জরিমানা করে ফিফা। বিষয়টিও চলতি সপ্তাহেই জানা যায়।
২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নেন জেমি ডে। এরপর ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। দায়িত্ব থেকে সরালেও সে সময় তাকে চাকরিচ্যুত্ব করেনি বাফুফে। তখন জেমির পরিবর্তে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
তবে চলতি বছরের জানুয়ারিতে হেড কোচ জেমি ডে’কে অফিসিয়ালি চাকরিচ্যুত করে দেশের দেশি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত জেমি ডে’র সঙ্গ চুক্তি ছিল বাফুফের।
তার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জেমির কাজে সন্তুষ্ট না হতে পেরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার একবছর আগেই তাকে সরিয়ে দেয় বাফুফে।
এসএম