Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মূল পর্বের লড়াই শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ২২, ২০২২, ১২:৪৩ এএম


মূল পর্বের লড়াই শুরু আজ

টানা ছয় দিনের গ্রুপপর্বের লড়াইয়ের পর আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল লড়াই। সুপার টুয়েলভের শুরুতেই সিডনিতে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দিনের আরেক খেলায় পার্থ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। সুপার টুয়েলভে আগে থেকেই নিশ্চিত ছিল আটটি দল। গ্রুপপর্ব থেকে বাকি চার দল যোগ হয়েছে দুই গ্রুপে।

গ্রুপ- ১-এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সাথে যোগ দিয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। গ্রুপ-২-এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিয়েছ জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভের ১-গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে পড়েছে গ্রুপ-২-এ।

‘এ’ গ্রুপের রানার আপ নেদারল্যান্ডস পড়েছে বাংলাদেশের গ্রুপে। গ্রুপ ‘বি’ এর রানার আপ দল আয়ারল্যান্ড পড়েছে গ্রুপ-১-এ। এদিকে বিশ্বকাপের মূল লড়াইয়ে আজ দুপুরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল দুবার। দুবারের মধ্যে দুই দলই জিতেছে একবার করে।

ক্রিকেটের ছোট এই ফরম্যাটে সব মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। তার মধ্যে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ১৫ বারের দেখায় ১০ বারই জিতেছে অজিরা। অন্যদিকে ইংলিশদের ধারে কাছেও নেই আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত দুবার ইংলিশদের মুখোমুখি হয়েছিল আফগানরা। দুবারের দেখায় দুবারই ইংলিশদের কাছে হেরেছে আফগানিস্তান।

বিশ্বকাপের বাইরে আর কখনো ইংলিশদের মুখোমুখি হয়নি আফগানরা। সব দিক থেকে আফগানদের চেয়ে এগিয়ে থেকেই আজ তাদের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। এদিকে গ্রুপ পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা; রানার্সআপ দল হিসেবে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। রানার্সআপ দল হিসেবে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।
 

Link copied!