Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেদারল্যান্ডসকে ১৪৫ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৪, ২০২২, ১১:৫৮ এএম


নেদারল্যান্ডসকে ১৪৫ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ রানের ওপেনিং জুটি পেলেও ৮ উইকেটে ১৪৪ রানে আটকে গেছে বাংলাদেশের বাংলাদেশ।

সৌম্য সরকার ও নাজমুল শান্ত ওপেনিং করতে নামেন। বাঁ-হাতি সৌম্য ১৪ বলে দুই চারে ১৪ রান করে প্রথমে ফিরে যান। এরপর নাজমুল শান্ত ২০ বলে চারটি চারে ২৪ রান করে সাজঘরে ফেরেন। সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন তিনিও। লিটন দাস আউট হন ১১ বলে ৯ রান করে। তিনিও শট খেলতে গিয়ে আউট হন। 

পরেই সাজঘরে ফিরে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। জোরের ওপর শট খেলেও সীমানায় ক্যাচ দেন মাত্র ৭ রান করে। সুবিধা করতে পারেননি ইয়াসির রাব্বিও। তিনি মাত্র ৩ রান করে বোল্ড হয়েছেন।

দলের পক্ষে ২৭ বলে দুই চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেছেন আফিফ হোসেন। তার আগে আউট হন নুরুল হাসান ১৮ বলে করতে পারেন মাত্র ১৩ রানে। শেষে মোসাদ্দেক ১২ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করেন।  ডাচরা ইনিংসে অতিরিক্ত রান দিয়েছে ১৫টি।

টিএইচ

Link copied!