Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ২৫, ২০২২, ০৪:৪২ পিএম


অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে প্রথমে ব্যাটিং করবে লঙ্কানরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।

সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো পথ নেই অজিদের সামনে। বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ভাবছেন না অজিরা।

অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিশ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

এবি

 

Link copied!