Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

এমসিজিতে খেলতে না পেরে হতাশ নবি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২২, ০৬:৪১ পিএম


এমসিজিতে খেলতে না পেরে হতাশ নবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আলো যেন নিভিয়ে দিচ্ছে বৃষ্টি। যার সর্বশেষ উদাহরণ ভারি বৃষ্টিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়া। সেই ম্যাচের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সুপার টুয়েলভে মাঠের লড়াইয়ে নামার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচটিও পরিত্যক্ত হয়। টসও করা সম্ভব হয়নি এই ম্যাচে। তাই একটি করে পয়েন্ট পেয়েছে দলগুলো।

গত বুধবার (২৬ ডিসেম্বর) একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও মাঠের লড়াইয়ে নামতে পারেনি আফগানরা। ওই ম্যাচটিও ছিল ঐতিহাসিক এমসিজিতে। কিন্তু এই মাঠে খেলতে না পেরে নিজের হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) এমসিজিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর নবি প্রতিক্রিয়ায় বলেন, ‘চমৎকার এই মাঠটিতে খেলতে না পেরে খুবই হতাশ হয়েছি। আমি ও রশিদ খান বিগ ব্যাশের অনেক ম্যাচ খেলেছি এখানে। কিন্তু আমাদের দলের অনেকেই এই মাঠে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু এটা আমাদের হাতে নেই। আমরা পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছি এখন।’

চলতি বিশ্বকাপে আফগানরা নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে। এরপর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি। আজ আইরিশদের বিপক্ষেও একই পরিণতি। তবে এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি ভালো ছিল আফগানদের। ইংলিশদের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়েছেন রশিদ খান-নাজিবুল্লাহ জাদরানরা।

এই বিষয়ে নবি জানান, ‘আমাদের প্রস্তুতি ভালো ছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি এবং ভুলগুলো সংশোধনের চেষ্টা করছি। আমরা ওই দুটি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে মাঠে নামতে পারিনি।’

উল্লেখ্য, বিশ্বকাপ সুপার টুয়েলভে ‘গ্রুপ ১’ এর পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে আফগানরা। আগামী ১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ নবির দল।

এবি

Link copied!