Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ ম্যাচে কোহলির বিশ্বরেকর্ড

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২, ২০২২, ০৩:৩৮ পিএম


বাংলাদেশ ম্যাচে কোহলির বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ড গড়তে বিরাট কোহলির প্রয়োজন ছিল মোটে ১৬ রান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে বিশ্বরেকর্ড গড়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন ভারতীয় এই তারকা। অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের বিপক্ষে ১৬ রান করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান করার কীর্তি গড়লেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোহলির মোট রান ছিল ১০০১। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। তার রান ছিল ১০১৬।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলীয় সপ্তম ওভারে তাসকিনের বলে সিঙেল নেওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচে এই রেকর্ড গড়লেন কোহলি। অথচ জয়াবর্ধনে খেলেছেন ৩১ ম্যাচে ৩১ ইনিংস।

এবি

Link copied!