Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুইটি বিষয় নিয়ে আইসিসির দ্বারস্থ হতে চায় বিসিবি

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩, ২০২২, ০৪:২৮ পিএম


দুইটি বিষয় নিয়ে আইসিসির দ্বারস্থ হতে চায় বিসিবি

বৃষ্টির পর তড়িঘড়ি করে খেলা শুরু করা ও ফেক ফিল্ডিংয়ের বিষয়ে মুখ খুলেছে বিসিবি। এবার তারা এই দুইটি বিষয় নিয়ে আইসিসির দ্বারস্থ হতে চায়।

সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার সাংবাদিকদের জানালেন ‘কথা হয়েছে আপনারা তো টিভিতেই দেখেছেন। সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটা ছিল যে ফেক থ্রো (ফেক ফিল্ডিং)। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে, তবে আম্পায়ার বলেছে ‘আমি এটা খেয়াল করিনি।’ যার জন্য সে রিভিউতে যায়নি।’

জালাল আরও বলেন ‘সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের সাথে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে  মাঠ ভেজা নিয়েই আলাপ হয়েছে। সাকিব বারবার বলছিল তুমি আরেকটা সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু করো। কিন্তু তারা আম্পায়ার্স…। ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা আপনি খেলবেন কি খেলবেন না।’

জালাল ইউনুস আরো বলেন, ‘এটা সহজ না কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরও এটা নিয়ে প্রপার ফোরামে (আইসিসি) গিয়ে যেন কথা বলতে পারি, সেটা আমাদের মাথায় আছে।’

এবি

Link copied!