Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ৮, ২০২২, ১০:১২ এএম


ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। তার চারদিন পর অর্থাৎ ২৪ নভেম্বর বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সে লক্ষ্যেই এবার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল।

বিশ্বকাপের এই দলে আছেন দুই অভ্জ্ঞি ফুটবলার দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। গত সেপ্টেম্বরের দু’টি প্রীতি ম্যাচের দলে ছিলেন না তারা। তবে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি লিভারপুপের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো ও সম্প্রতি চোটে পড়া অ্যাস্টন ভিলার প্লেমেকার ফিলিপে কৌতিনিয়োর।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড :
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস) 
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (পুমাস), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিলা), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)

মিডফিল্ডার : ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড : নেইমার জুনিয়র। (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল)

সূত্র: বিবিসি

Link copied!