Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের রিস জেমস

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৯, ২০২২, ০৮:৫৭ পিএম


বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের রিস জেমস

ইনজুরির কারণে এবার বিশ্বকাপে খেলতে পারবেন না ইংল্যান্ডের রিস জেমস। চ্যাম্পিয়নস লিগে হাঁটুতে চোট পেয়েছেন এই ইংলিশ তারকা। যার জন্য তিনি এবার বিশ্বকাপে যাবেন না বলে নিজেই জানিয়েছেন। 

যে কারণে গ্যারেথ সাউথগেট এই রাইটব্যাককে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন বলে জানা গেছে। 

জানা গেছে, সাউথগেট মঙ্গলবার ২২ বছর বয়সীকে তার সিদ্ধান্তের কথা জানাতে ফোন করেছিলেন। জেমস তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি আবেগপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, সাউথগেটের পরিকল্পনা থেকে তাকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চত করেছেন। 

টুইটারে তিনি লিখেন, যে মুহুর্তে আমি আমার হাঁটুতে আঘাত পেয়েছিলাম, আমি জানতাম বিশ্বকাপের টার্নঅ্যারাউন্ড শক্ত হবে, কিন্তু আমি সবসময় অনুভব করেছি যে এটি সম্ভব। আমি নিজেকে যাওয়ার সর্বোত্তম সুযোগ দিতে যা ভেবেছিলাম, তার চেয়ে বেশি পরিশ্রম করেছি।

আমি সত্যিই বিশ্বাস করি যে, আমি দলকে সাহায্য করতে পারব। ছেলেদের জন্য শুভকামনা। আমি শিগগিরই ফিরে আসব। নিরাপদে থাকুন এবং ভালবাসা পাঠান।

টিএইচ

Link copied!