Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘দয়া করে আমাকে নিয়ে আমার সতীর্থদের বিরক্ত করবেন না’

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২২, ২০২২, ১২:৩৬ পিএম


‘দয়া করে আমাকে নিয়ে আমার সতীর্থদের বিরক্ত করবেন না’

কাতার বিশ্বকাপের বিমান ধরার আগেই তার বর্তমান ক্লাব বিশ্বকাপের বিমান ধরার আগেই বর্তমান ক্লাবের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন নিজের হতাশার কথা। তাইতো বিশ্বকাপের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রোনালদো।

সংবাদমাধ্যমের কর্মীরা তাকে নাগালে না পেলে তার সম্পর্কে সতীর্থদের কাছ থেকে জানার চেষ্টা করে। তারা যা বলে সেটা অনেক সময় ভিন্নভাবে উপস্থাপন করে। বিষয়টি রোনালদোরও দৃষ্টিগোচর হয়েছে। তাইতো সোমবার তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন তার বিষয় নিয়ে সতীর্থদের জিজ্ঞাসা করে যেন বিরক্ত না করা হয়।

রোনালদো বলেছেন, ‘সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে এখনই সেই নির্দিষ্ট সময়। কখনো আপনারা সত্য লিখেন, কখনো মিথ্যা লিখেন। আসলে আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা ভেবে আমি চিন্তিত হতে চাই না। যখন আমার কথা বলার প্রয়োজন হয়, তখনই আমি কথা বলি। সবাই জানে আমি কে, আমি কিসে বিশ্বাস করি।’

শনি ও রবিবার সংবাদ সম্মেলনে বার্নার্ডো সিলভা ও রুবেন নেভেসের কাছে রোনালদোর বিষয়ে সাংবাদিকরা নানান প্রশ্ন করেছেন। তার আগে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে তার কথা কাটাকাটি হওয়ার বিষয় নিয়ে খবর প্রকাশিত হয়। রোনালদো সেসব বিষয় উড়িয়ে দিয়ে বলেন, ‘এক সপ্তাহ ধরে আমরা খেলছিলাম। ব্রুনোর বিমান দেরি করেছিল। সে কারণে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি নৌকায় চড়ে এসেছো? দয়া করে আমার সতীর্থদের কাছে আমার বিষয়ে জানতে চেয়ে বিরক্ত করবেন না। আমার সম্পর্কে অন্য খেলোয়াড়ের কাছে কিছু জানতে চাইবেন না। এখন বিশ্বকাপ চলে। বিশ্বকাপ নিয়ে যতো খুশি প্রশ্ন করুন।’

এবি

Link copied!