Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ওয়েলসকে ২-০ গোলে হারাল ইরান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৫, ২০২২, ০৬:১৯ পিএম


ওয়েলসকে ২-০ গোলে হারাল ইরান

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে কঠোর সমালোচনার মুখে পড়া ইরান অবশেষে জয়ে ফিরল ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে। দলের জয়ে গোল দুটি করেন রুজবেহ চেশমি ও রামিন রেযাইয়ান।

শুক্রবার (২৫ নভেম্বর) ওয়েলসের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে দুর্দান্ত ফুটবল খেলে ইরান। ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলা গড়ায়  অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে নেওয়া জোড়ালে শটে গোল নিশ্চিত করেন রুজবেহ চেশমি। ঠিক তিন মিনিট ব্যবধানে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামিন।

খেলার একিবারে শেষ সময়ে জোড়া গোল খেলে বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়া ওয়েলস প্রতিশোধের কোনো সুযোগই পায়নি। যে কারণে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলেও পরাজয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এবি

Link copied!