Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

দ্রুতই দলে যোগ দেবেন নেইমার

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ২৭, ২০২২, ০৩:১৯ পিএম


দ্রুতই দলে যোগ দেবেন নেইমার

মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‍‍`জি‍‍` গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় সেলেসাওরা।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা। এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ দিয়েছেন দলের চিকিৎসকরা। দ্রুতই মাঠে ফিরবেন ব্রাজিল শিবিরের পোস্টার বয় নেইমার।

তবে এই ম্যাচে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত করবে সেলেসাওরা। তাই পরিস্থিতি বিবেচনায় দলের সেরা তারকাকে মাঠে নামাবেন তিতে।

এবি

Link copied!