Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ছয় গোলে ড্র হলো ক্যামেরুন-সার্বিয়ার ম্যাচ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৮, ২০২২, ০৬:৩৬ পিএম


ছয় গোলে ড্র হলো ক্যামেরুন-সার্বিয়ার ম্যাচ

কাতার বিশ্বকাপে দারুণ এক ম্যাচ উপহার দিল ক্যামেরুন-সার্বিয়া। ক্যামেরুন প্রথমে এগিয়ে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে আবারও গোল হজম করে দলটি। তবে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।

দিনের প্রথম ম্যাচে ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। সবাই যখন ভেবে নিয়েছিল ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ ঠিক তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

বিরতির পর মাঠে নেমে সার্বিয়াকে ৩-১ গোলে এগিয়ে নেন মিত্রভিচ। ২ গোলে পিছিয়ে পরে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে ক্যামেরুন। ৬৩ ও ৬৬ মিনিটে দুই গোল করে সমতা আনে তারা।

ম্যাচের ৬৩ মিনিটে ক্যামেরুনের আবু বকর গোল করলে প্রথমে অফসাইডের পতাকা তোলেন রেফারি। কিন্তু কিছুক্ষণ পর সিদ্ধান্ত পরিবর্তন করে গোলের সিগনাল দেয়া হলে উল্লাসে মাতে ক্যামেরুনের ফুটবলাররা। সেই উল্লাস শেষ হতে না হতেই আবারও গোলের দেখা পায় ক্যামেরুন। আর তাতেই ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

এবি

Link copied!