Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৩০, ২০২২, ০৫:০১ পিএম


ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ!

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করা ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে দলটির ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোকে পাচ্ছে না। মূলত, ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন তিনি।

নিজদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে চোট পান সান্দ্রো। আর সে কারণেই ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামা হবে না এই তারকা ডিফেন্ডারের।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। সেই ম্যাচে কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট পান তিনি। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না।

এদিকে, সান্দ্রোর পরিবর্তে ক্যামেরুন ম্যাচে একাদশে দেখা যেতে পারে ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেসকে।

এসএম

Link copied!